তুষারঝড়টি মূলত আঘাত হানে রকি পর্বতমালা ও নিউ ইংল্যান্ডের কিছু অংশসহ আমেরিকার বেশ কয়েকটি অংশে তাছাড়া প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম অঞ্চল ও এর অন্তর্ভুক্ত রয়েছে।
প্রচন্ড ঝড়ের ফলে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটছে ঘন বরফে ঢাকা বিপজ্জনক সড়কপথে। নিউইয়র্কের বাফেলো অঞ্চলের আশেপাশে প্রায় ৭৫ ইঞ্চি পুরো তুষার পড়েছে গত পাঁচ দিনে। হিমশীতল আবহাওয়া ও মাত্রাতিরিক্ত তুষারপাতের ফলে বিমান চলাচলের অনেকাংশই রয়েছে বন্ধ। ১ হাজার ১০০টির বেশি মার্কিন ফ্লাইট বাতিল করার পাশাপাশি প্রায় ৮ হাজারটি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বিগ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন আছেন হাজার হাজার মানুষ। বন্ধ রাখা হয়েছে অধিকাংশ স্কুল। আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে লাখ লাখ মার্কিনীর জন্য।
টেনেসিতে মারা গেছেন ১৪ জন বলে নিশ্চিত করেছে দক্ষিণ-পূর্ব রাজ্যের স্বাস্থ্য বিভাগ যার জন্যেও দায়ী ও বৈরি আবহাওয়া। তাছাড়াও একটি ট্র্যাক্টর-ট্রেলারের সঙ্গে দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন মার্কিন নারী যারা হজ পালন শেষে মক্কা থেকে মঙ্গলবার পেনসিলভানিয় ফিরেছিলেন।
এদিকে এক বিবৃতিতে গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, আবহাওয়া সংক্রান্ত কারণে পাঁচটি মৃত্যু ঘটেছে কেন্টাকিতে। পোর্টল্যান্ড দমকল বিভাগ জানিয়েছে, পার্ক করা গাড়িতে একটি চলমান বিদ্যুতের লাইন পড়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। একটি ট্র্যাকিং ওয়েবসাইটের দেওয়া তত্ব অনুযায়ী, প্রায় ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন গত ১৯ জানুয়ারি যার ফলে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল স্থানীয় গভর্নরকে।
মন্তব্য করুন