মিশিগানে আরও তুষারপাতের আশঙ্কা
চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণ-পূর্ব মিশিগানে আরও তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায় বুধবার (২৫ জানুয়ারি) দক্ষিণ-পূর্ব মিশিগানে চার বা তার বেশি ইঞ্চি পরিমাপের তুষারপাত হতে পারে।
মিসিসিপি উপত্যকা থেকে ওহাইও হয়ে ডেট্রয়েটের দিকে অগ্রসর হয়ে পূর্ব গ্রেট লেকগুলিতে বায়ুমণ্ডলীয় চাপের কারণে এ তুষারপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তুষারপাত বুধবারের সকালের যাতায়াতকে প্রভাবিত না করলেও বিকেলের যাতায়াতের জন্য সমস্যা হতে পারে।
ঐ দিন তাপমাত্রা ৩০ ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
এনডব্লিউএস আরও জানায়, এই ঘটনার পর খুব শীঘ্রিই শীতকালীন ঝড়ের পূর্বাভাস জারি করা হতে পারে।
তাছাড়া তুষারপাতের সময় ঘণ্টায় ২০-৩০ মাইল বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। ফলে এলোমেলো ভাবে তুষার উড়তে পারে এবং যা গাড়ি চালানোকে কঠিন করে তুলতে পারে।
আরও পড়ুনঃ মিশিগানে নেকড়ের সংখ্যা স্থিতিশীল