ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেখক ইশতিয়াক রুপু’র স্মৃতিচারনমূলক গদ্যের বই ‘জলজোছনার জীবনপত্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্যাশন ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে পণ্য তৈরিতে জোর হুয়াওয়ের শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল প্রবাসে দলাদলি, মারামারি, রক্তারক্তি আর কত? এতে বাঙালি কমিউনিটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার পরামর্শ বিশ্বব্যাংকের (এমডি) অ্যানা বেজার্ড এর বিপিএল এর কিছু প্লেয়ার এর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কোচ হাথুরু বসে বসে কাজ, ডেকে আনে সর্বনাশ বড়লেখায় ভাষা শহীদদের প্রতি নিসচা’র শ্রদ্ধা নিবেদন: নানাবিধ কর্মসূচি গ্রহণ প্রতিদিন শ্যাম্পু করা ও হেয়ার ড্রায়ার ব্যবহার কি চুলের ক্ষতি করে? রাতে ঘন ঘন প্রস্রাবের কারণ কী?

মিশিগানে নেকড়ের সংখ্যা স্থিতিশীল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১ বার পড়া হয়েছে

নেকড়ে। ছবি: সংগৃহীত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিশিগানে ধূসর রঙের নেকড়ের সংখ্যা স্থিতিশীল রয়েছে।

রাজ্যের জীববিজ্ঞানীরা সর্বশেষ সমীক্ষায় এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স (ডিএনআর) এর সংগৃহীত তথ্যের বিশ্লেষণ থেকে ৬৩১ নেকড়ে পাওয়া যায়।

চলতি সমীক্ষায় জানা যায়, মিশিগানের উত্তরের ১৩৬ টি উপদ্বীপের প্রতিটিতে গড়ে চার থেকে পাঁচটি নেকড়ের রয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনআর-এর নেকড়ে বিশেষজ্ঞ কোডি নর্টন, ‘এই ফলাফলে সংখ্যাগত স্থিতিশীলতার অব্যাহত প্রবণতা দেখা যাচ্ছে। তা ইঙ্গিত করে যে উপদ্বীপগুলোর ধূসর নেকড়দের বংশবৃদ্ধি সেভাবে হচ্ছে না।’

এক্ষেত্রে প্রাণীর বংশবৃদ্ধির সাথে সে এলাকার খাদ্য সংস্থান, মাটি, পানি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নেকড়েরা একসময় সমগ্র মিশিগান জুড়ে ঘোরাফেরা করত। কিন্তু যুক্তরাষ্ট্রের অন্য ৪৮টি রাজ্যের মতো মিশিগনেও প্রাণী শিকারের ফাঁদ, বিষক্রিয়া এবং অন্যান্য কারণে নেকড়ের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।

১৯৭০-এর দশকে বিপন্ন প্রজাতি আইনের অধীনে তাদের সুরক্ষিত হওয়ার পর প্রাণিটির সংখ্যা বৃদ্ধি পেয়েছিল।

সেক্ষেত্রে ১৯৮৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সংখ্যা ক্রমাগত বেড়েছে এবং এখনও স্থিতিশীল রয়েছে।

ডিএনআর প্রতি দুই বছর পরপর এই সমীক্ষা চালায়।

সমীক্ষা থেকে নেকড়ের সামগ্রীক ঘনত্ব বর্তমানে স্থানান্তরিত হয়েছে বলে মনে হচ্ছে। ২০১৩ সাল এবং ২০১৫ সালের মধ্যে ভারী তুষারপাত এবং তীব্র ঠান্ডা এক্ষেত্রে দায়ী বলে ধারণা করা হচ্ছে।

মিশিগানের পশ্চিম অঞ্চলের কিছু এলাকায় নেকড়ের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং পূর্বাঞ্চলের কিছু উপদ্বীপে বৃদ্ধি পাচ্ছে।

তথাপি নিম্ন অঞ্চলের উপদ্বীপগুলোতে কোন নেকড়ে আছে কিনা তা জানা যায়নি।

মিশিগানের ধূসর নেকড়েদের জন্য এখনও পর্যন্ত ফেডারেল আইনি সুরক্ষা রয়েছে এবং আইন অনুযায়ী মানুষের জীবনের জন্য হুমকি না হলে তাদের (নেকড়ে) হত্যা করা যায় না।

আরও পড়ুনঃ স্কাইব্রিজ: মিশিগানে বেড়ানোর সেরা জায়গা

নিউজটি শেয়ার করুন

মিশিগানে নেকড়ের সংখ্যা স্থিতিশীল

আপডেট সময় : ০৩:১৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

মিশিগানে ধূসর রঙের নেকড়ের সংখ্যা স্থিতিশীল রয়েছে।

রাজ্যের জীববিজ্ঞানীরা সর্বশেষ সমীক্ষায় এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স (ডিএনআর) এর সংগৃহীত তথ্যের বিশ্লেষণ থেকে ৬৩১ নেকড়ে পাওয়া যায়।

চলতি সমীক্ষায় জানা যায়, মিশিগানের উত্তরের ১৩৬ টি উপদ্বীপের প্রতিটিতে গড়ে চার থেকে পাঁচটি নেকড়ের রয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনআর-এর নেকড়ে বিশেষজ্ঞ কোডি নর্টন, ‘এই ফলাফলে সংখ্যাগত স্থিতিশীলতার অব্যাহত প্রবণতা দেখা যাচ্ছে। তা ইঙ্গিত করে যে উপদ্বীপগুলোর ধূসর নেকড়দের বংশবৃদ্ধি সেভাবে হচ্ছে না।’

এক্ষেত্রে প্রাণীর বংশবৃদ্ধির সাথে সে এলাকার খাদ্য সংস্থান, মাটি, পানি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নেকড়েরা একসময় সমগ্র মিশিগান জুড়ে ঘোরাফেরা করত। কিন্তু যুক্তরাষ্ট্রের অন্য ৪৮টি রাজ্যের মতো মিশিগনেও প্রাণী শিকারের ফাঁদ, বিষক্রিয়া এবং অন্যান্য কারণে নেকড়ের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।

১৯৭০-এর দশকে বিপন্ন প্রজাতি আইনের অধীনে তাদের সুরক্ষিত হওয়ার পর প্রাণিটির সংখ্যা বৃদ্ধি পেয়েছিল।

সেক্ষেত্রে ১৯৮৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সংখ্যা ক্রমাগত বেড়েছে এবং এখনও স্থিতিশীল রয়েছে।

ডিএনআর প্রতি দুই বছর পরপর এই সমীক্ষা চালায়।

সমীক্ষা থেকে নেকড়ের সামগ্রীক ঘনত্ব বর্তমানে স্থানান্তরিত হয়েছে বলে মনে হচ্ছে। ২০১৩ সাল এবং ২০১৫ সালের মধ্যে ভারী তুষারপাত এবং তীব্র ঠান্ডা এক্ষেত্রে দায়ী বলে ধারণা করা হচ্ছে।

মিশিগানের পশ্চিম অঞ্চলের কিছু এলাকায় নেকড়ের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং পূর্বাঞ্চলের কিছু উপদ্বীপে বৃদ্ধি পাচ্ছে।

তথাপি নিম্ন অঞ্চলের উপদ্বীপগুলোতে কোন নেকড়ে আছে কিনা তা জানা যায়নি।

মিশিগানের ধূসর নেকড়েদের জন্য এখনও পর্যন্ত ফেডারেল আইনি সুরক্ষা রয়েছে এবং আইন অনুযায়ী মানুষের জীবনের জন্য হুমকি না হলে তাদের (নেকড়ে) হত্যা করা যায় না।

আরও পড়ুনঃ স্কাইব্রিজ: মিশিগানে বেড়ানোর সেরা জায়গা