
ডেট্রয়েট পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে শহরের লাফায়েট পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।
ইস্ট লার্নড এবং অরলিন্স রাস্তার সংযোগস্থলের কাছে দুপুর দেড়টার দিকে গুলি চালানো হয়। গুলি করার সময় নিহতরা একটি পার্ক করা গাড়ির ভেতরে ছিল বলে ধারণা করা হচ্ছে। পার্ক করা গাড়িতে প্রায় ডজনের বেশি গুলির ছিদ্র দেখা যায়।
ডেট্রয়েট পুলিশ প্রধান জেমস হোয়াইট এধরনের গুলি চালানোকে একটি “জঘন্য অপরাধ” বলে অভিহিত করে বলেন, এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয় নি। তবে তারা ঘটনার সাথে জড়িত কালো রঙের এসইউভি খুঁজছেন৷
সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মেরি শেফিল্ড গনমাধ্যমের দেওয়া এক বিবৃতিতে এই এঘটনাকে “হৃদয়বিদারক এবং দুঃখজনক” বলে অভিহিত করেছেন।