গোলাপগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী, আল কোর আন একাডেমির ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমানের পক্ষ থেকে মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
গত সোমবার (২৮ অক্টোবর) সকালে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ কুমার চন্দ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আতিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরগঞ্জ এম আই দাখিল মাদরাসার সাবেক সভাপতি ছয়েফ উদ্দিন, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমান, সাবেক সভাপতি নাছির উদ্দিন, সাবেক সেক্রেটারি আবুল বাশার রানিক, নজমুল ইসলাম, গৌছ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ২০জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে মাওলানা আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যত। আমাদের সমাজে এমন অসংখ্য মেধাবী শিক্ষার্থী আছেন, যারা টাকার অভাবে পড়ালেখা করতে পারছে না। তাদের পাশে আমরা প্রবাসীরা দাঁড়াতে পারি। সবাই নিজেদের অবস্থান থেকে সহযোগিতা করলে অস্বচ্ছল মেধাবী ছাত্ররাও নিজেদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।
মন্তব্য করুন