এপি
৩০ অক্টোবর ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সমাবেশে কমলাকে শয়তান ও যৌনকর্মী বলে আক্রমণ

প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে আক্রমণ করতে গিয়ে তাঁকে নিয়ে ‘বর্ণ ও লিঙ্গবিদ্বেষী’, ‘অশালীন’ এবং ‘কুরুচিপূর্ণ’ কথা বলা অব্যাহত রেখেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর মিত্ররা।

 

রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জনসমাবেশ করেন ট্রাম্প। সেখানে তিনি কমলাকে ‘একজন ধ্বংসাত্মক মানুষ, যিনি নিজের চলার পথে সবকিছু ধ্বংস করে দিয়ে যান’ বলে বর্ণনা করেন। ট্রাম্প এদিন মঞ্চে বক্তৃতা দিতে আসার আগে তাঁর কয়েকজন মিত্র বক্তৃতা করেন। তাঁদের একজন পুয়ের্তো রিকোকে ‘বর্জ্যের ভাসমান দ্বীপ’ বলেন। অন্য একজন বলেন, কমলা হ্যারিস, যিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চাইছেন, তিনি ‘তাঁর ক্যারিয়ার (পেশাজীবন) শুরু করেছেন একজন যৌনকর্মী হিসেবে’।

 

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশ নিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সে রাতে সমাবেশে স্ট্যান্ড আপ কমেডিয়ান (যিনি মঞ্চে দাঁড়িয়ে সরাসরি কৌতুক করেন) টনি হিঞ্চক্লিফে বলেন, ‘আমি জানি না, আপনারা হয়তো জানতে পারেন, এ মুহূর্তে সমুদ্রের মাঝখানে সত্যিই একটি ভাসমান বর্জ্যের দ্বীপ রয়েছে। আমার মনে হয়, এটাকে পুয়ের্তো রিকো নামে ডাকা হয়।’ এই বক্তার চেয়েও কুরুচিপূর্ণ কথা বলেন অন্য বক্তারা।

ট্রাম্পের শৈশবের বন্ধু ডেভিড রেম কমলাকে ‘খ্রিষ্টধর্মের বিরোধী’ এবং ‘শয়তান’ বলে উল্লেখ করেন। ব্যবসায়ী গ্রান্ট কারডন উপস্থিত ভিড় লক্ষ করে বলেন, ‘কমলা এবং তাঁর (যৌনকর্মের) দালালেরা আমাদের দেশকে ধ্বংস করে দেবে।’সমাবেশ মঞ্চে ট্রাম্প এবং তাঁর মিত্রদের এমন বক্তব্যের পর রিপাবলিকান দলেও এসব বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। ওই সমালোচনার জবাবে গত মঙ্গলবার ট্রাম্প ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশকে ‘ভালোবাসার উৎসব’ বলেছেন। তবে তাঁর মিত্রদের বক্তব্য নিয়ে তিনি এদিন কোনো কথা বলেননি। গত রোববার রাতের এই সমাবেশ কয়েক ঘণ্টা ধরে চলে। ট্রাম্প বলেন, ‘এমন ভালোবাসা কেউ কখনো পায়নি।’ সমাবেশে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া হাজির হয়েছিলেন।

 

ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় মেলানিয়াকে খুব বেশি দেখা যাচ্ছে না। মেলানিয়া ছাড়াও মার্কিন ধনকুবের ইলন মাস্ক ওই সমাবেশে এসেছিলেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোট হচ্ছে। যদিও দেশজুড়ে আগেই আগাম ভোট শুরু হয়ে গেছে। এবারের জনমত জরিপে ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিজুয়েলা থেকে তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান

ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ

পুনাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে শি জিনপিংয়ের সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ ইউরোপের তিন দেশের

ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’

এবার গাজার পাল্টা হামলায় কাঁপল ইসরায়েল

হামজাকে বাংলাদেশের মেসি বলে অভিহিত করলেন জামাল

মুসলিম হ্যান্ডস বাংলাদেশ কর্তৃক সিলেটে রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ

১০

ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে যাচ্ছেন

১১

যায়যায়দিন নিয়ে সংবাদ সম্মেলন করতে এসে সাংবাদিকদের প্রশ্নে বিপর্যস্ত আয়োজকরা

১২

স্বাধীনতা পুরস্কারে জেনারেল ওসমানীর নাম বাদের কারণ জানাল প্রেস উইং

১৩

ছেলের সেমিস্টারের খরচ ৪০০ কোটি পাঠালেন বাংলাদেশি বাবা

১৪

হামট্রামেকের মেয়র আমের ঘালিবকে কুয়েতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

১৫

বাংলাদেশ সফরে দুই টেস্ট খেলবে এবার জিম্বাবুয়ে, সূচি ঘোষণা

১৬

নারী কাবাডিতে বাংলাদেশের এবার ‘প্রথম’ পদক

১৭

ট্রাম্পের এক নীতিতেই ওলটপালট বিশ্বব্যবস্থা

১৮

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে থাকবে এবার হাফটাইম শো

১৯

আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন: ভাষণে জানালেন ট্রাম্প

২০