আমার একটা জানালা ছিল

আমার একটা জানালা ছিল।
সেই জানালার কার্ণিশে
বসা একটা কাকও ছিল
জানালায় গ্রিলে তারে বাঁধা
মাটির একটা হাঁড়ি ছিল,
হাঁড়িতে সবুজ অর্কিড ছিল।
সেই অর্কিডের সাথী হয়ে
নির্বান্ধব একটা ‘আমি’ও ছিল।

এলোমেলো মনটা সারাক্ষণই
টলোমলো অতৃপ্ত ছিল।
সে মনো-দীঘি জলে
কাক আর অর্কিডের
প্রতিবিম্ব, ছায়া-খুনসুটি ছিল।
আবছায়া রিলে দেখতাম,
কাকটার একটা পোড়া ক্ষত ছিল,
মন ছিল, দুঃখ ছিল, হতাশা ছিল।

দিনের তলানিতে এসে তবুও
একটু নীলচে জমানো আশাও ছিল।
সেই আশায় স্বপ্ন ছিল, বিলাসিতা ছিল
গান ছিল, গানের সুর ছিল
আর গলা ছেড়ে ‘কা’ ‘কা’ গাওয়ার
পূর্ণ স্বাধীনতাও ছিল।
অনন্ত আকাশে প্রাণ মেলে
ভেসে বেড়ানোর সুখ ছিল,
উঠোন জুড়ে ঘুরে বেড়ানোর
উন্মুক্ত আহ্বানও ছিল।

কাকটার গানের গুণগ্রাহী শ্রোতা হয়ে
অপেক্ষমান স্বপ্নকামী বোবা অর্কিডটার
বেশ গভীর মাখামাখিও ছিল।
অর্কিডের ডাল ছুঁয়ে হাঁড়িতে বসে
কাকটার নানান গল্প ছিল।
জানালা খুলে পর্দা মেলে
দক্ষিণা হাওয়া জড়িয়ে দাঁড়িয়ে
সব ভুলে আমারও বন্ধু হওয়ার
অকাতর সাধটাও ছিল।

আমার খোলা জানালা ছিল,
প্যাচানো তারে বাওয়া অর্কিড ছিল,
কার্ণিশে বসা একটি কাক ছিল।
বাতাস ওড়ানো ফিনফিনে
সিলিং ছোঁয়া পর্দা ছিল,
পর্দায় তোমার মিষ্টি ঘ্রাণ ছিল,
লাল ঠোঁটের কোমল স্পর্শ ছিল,
রেশমী চুলের দু’একটা রেশও ছিল!
ওরা সবই আমারই ছিল।

ভালোবাসার এই জলজ্যান্ত কাঙ্গালের
একমাত্র তুমি ছাড়া ওরা সবাইই
শুধুমাত্র আমারই ছিল!
অথচ এ জীবনে তোমাকে ভালোবাসার,
কাছে পাওয়ার প্রগাঢ় কামনা ছিল,
তোমার মাঝে পানকৌড়ি ডুবা ডুবে
জলকেলির অদম্য বাসনা ছিল!

আমার দক্ষিণের জানালায়
ওরা সব বেশ উপচেই ছিল,
ছন্নছাড়া মনটা খুব অগোছালো ছিল,
আকুল জীবনটা অন্ধকারাচ্ছন্ন ছিল।
ভরা ঐ জানালায় দাঁড়িয়ে
তোমার জন্য এই অভাগার
আজীবন এক ঝুড়ি অপেক্ষা ছিল।
কিসের যেন আকুলতা ছিল!
কিসের যেন ভীষণ কমতি ছিল!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী বছর শুটিং শুরু হচ্ছে ‘স্পাইডারম্যান ফোর’

বাংলাদেশের চলচ্চিত্র চাইলো অস্কার কমিটি

সিলেটে বিবাহ বিচ্ছেদের আবেদন সবচেয়ে বেশি নারীদের

বাংলাদেশকে ৯০০ মিলিয়ন ডলার দেবে এবার এডিবি

এবার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

করিমগঞ্জ সীমান্ত দিয়ে মঙ্গলবার থেকে বাংলাদেশে যাবে কয়লা পাথর

জাতীয় সংসদ ভবনে এবার ভাঙচুরের পাশাপাশি লুটপাটে ক্ষতি ৯০ লাখ টাকা

চাঁদের মাটিতে সম্পদের খোঁজে যাচ্ছে রাশিয়া?

আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা: স্বস্তিকা

দক্ষিণ সুদানের নির্বাচন ২০২৬ সাল পর্যন্ত স্থগিত

১০

তিন কোটি ২০ লাখ টাকা বোনাস পেলেন ক্রিকেটাররা

১১

করিমগঞ্জে সৈয়দ মুজতবা আলী সাহিত্য উৎসব অনুষ্ঠিত

১২

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করতে চান কিম

১৩

ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ

১৪

চরম বন্যার ঝুঁকিতে অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও জার্মানি

১৫

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না: বদিউল আলম মজুমদার

১৬

অভিনেত্রীকে হয়রানির অভিযোগে ভারতে ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

১৭

নতুন ছবির ব্যাপারে নিজেই জানাবেন বুবলী

১৮

আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : ক্রীড়া উপদেষ্টা

১৯

কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি

২০