যুক্তরাষ্ট্র সংবাদ
মিসৌরিতে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ; নিহত ৩

সোমবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের গ্রামীণ এলাকায় রেলক্রসিংয়ে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগোগামী ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সাতটি বগি লাইনচ্যুত হয়।
এঘটনায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল মুখপাত্র জাস্টিন ডান গণমাধ্যমকে জানান, ট্রেনটিতে দুই শতাধিক যাত্রী ছিল। নিহতদের মধ্যে দুই জন ট্রেনের এবং অন্য জন ট্রাকের যাত্রী। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।