ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভয়াবহ হারিকেন ইয়ানের আঘাতে কমপক্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে।

সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার (সেপ্টেম্বর ২৮) হারিকেন ইয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটি

ফলে রাজ্যে জলাবদ্ধতা বৃদ্ধি পায়, রাস্তা নদীতে পরিণত হয়, ১.৮ মিলিয়ন মানুষকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এবং অভ্যন্তরীণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷

রবিবার (অক্টোবর ) সকাল পর্যন্ত ফ্লোরিডার প্রায় ৯০০,০০০ গ্রাহকের কাছে এখনও বিদ্যুৎ পৌঁছানো যায়নি। তাছাড়া উত্তর ক্যারোলিনায় প্রায় ৩০,০০০ এরও বেশি বিদ্যুৎবিহীন রয়ে গেছে।

উল্লেখ্য, হারিকেন ইয়ানকে ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হিসাবে বিবেচনা করা হচ্ছে।