কানাডা: উত্তর আমেরিকার এ দেশটি কেন ভ্রমণ করবেন

কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। যা উত্তর আমেরিকায় প্রশান্ত মহাসাগরের উত্তরে অবস্থিত। কানাডা বিশ্বের ধনী দেশগুলোর একটি এবং এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শীতলতম দেশ। আমরা আজ এই লেখার মাধ্যমে কানাডার কিছু জানা-অজানা সম্পর্কে জানব।

দেশটিতে সংসদীয় গণতন্ত্রের প্রচলন আছে । বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ।

দেশটি উত্তর আমেরিকার প্রায় ৪১ শতাংশ এলাকা নিয়ে গঠিত । কানাডার রাজধানী হচ্ছে অটোয়া এবং এ দেশের বৃহত্তম শহর হচ্ছে টরন্টো । ইংরেজি এবং ফরাসি যৌথভাবে কানাডার সরকারি ভাষা ।

কানাডা বছরের প্রায় আট মাস বরফে আচ্ছন্ন থাকে । এখানে অন্যতম বিখ্যাত স্থান নায়াগ্রা জলপ্রপাত কানাডা এবং আমেরিকার সীমান্তে অবস্থিত ।

কানাডাতে বিশ্বের মধ্যে সবথেকে বেশি লেক অবস্থিত । পৃথিবীতে যতগুলো লেক আছে তার প্রায় ৬০ শতাংশ কানাডাতে অবস্থিত ।

বিশ্বের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ দেশ । বিশ্বের প্রায় ৬০ শতাংশ পোলার বিয়ার কানাডাতেই পাওয়া যায়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবল কানাডাতে আবিষ্কৃত হয় । বিশ্বের সবথেকে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কানাডা এবং আমেরিকার মধ্যে অবস্থিত, যা ৮৮৯১ কিলোমিটার দীর্ঘ ।


by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *