বাংলাদেশের কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক শনিবার (এপ্রিল ৮) বলেছেন গত চৌদ্দ বছরে বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মারা গেছে তা প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘কেউ বা বিএনপির কোনো নেতা-কর্মী যদি প্রমাণ করতে পারেন দেশে অনাহারে একজন মানুষ মারা গেছে তাহলে আমি রাজনীতিতে থাকব না।’
শনিবার বিকেলে ঢাকার জুরাইন রেলগেট এলাকায় খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে গত চৌদ্দ বছরে বাংলাদেশে কোনো মানুষ অনাহারে মারা যায়নি।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘এদেশের কিছু গণমাধ্যম প্রমাণ করতে চায় যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের মানুষের শান্তি নেই। বাংলাদেশের মানুষ সুখী নয়।’
তিনি অভিযোগ করেন, ‘এ ধরনের লোকেরা জামায়াত-বিএনপির সঙ্গে তাল মিলিয়ে মানুষকে বোঝাতে চায় যে, বাংলাদেশের জন্ম থেকে কোনো লাভ হয়নি এবং পাকিস্তানের অধীনে থাকাই ভালো। এসব কথা তারা বলে তারা মানবতার শত্রু এবং তারা বাংলাদেশের শত্রু।’
আরও পড়ুনঃ বড়লেখায় শহীদদের প্রতি নিসচার শ্রদ্ধা নিবেদন
মন্তব্য করুন