মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার ২০২৪ অর্থবছরের জন্য সম্প্রতি ৭৯ বিলিয়ন ডলারের স্টেট বাজেট পেশ করেছেন।
তিনি তার প্রস্তাবিত বাজেটে শিক্ষা প্রসার, জনশক্তি উন্নয়ন, জন নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নের ওপর জোর দিয়েছেন। এই বাজেটটি তার ডেমোক্রেটিক পার্টির আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।
গ্রিচেন হুইটমার বলেন, ‘তার প্রস্তাবিত বাজেট সামগ্রিক খরচ কমিয়ে দেবে, অর্থনীতি সমৃদ্ধি করবে এবং মিশিগান বাসীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে।’
হুইটমারের ৭৯ বিলিয়ন ডলার বাজেটের ১৪.৮ বিলিয়ন ডলার সাধারণ তহবিল এবং ১৯ বিলিয়ন ডলার স্কুল এইড ফান্ডের জন্য রাখা হয়েছে।
আরও পড়ুনঃ
দ্বিতীয়বারের মতো গর্ভনর হলেন গ্রিচেন হুইটমার
মিশিগানের অর্থনীতিকে সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে: গ্রিচেন হুইটমার
মিশিগানে নিখোঁজ হওয়া র্যাপারদের মৃত্যুর কারণ প্রকাশ
মন্তব্য করুন