যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন উপলক্ষে হ্যারিস-ওয়ালজ এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের সমর্থনে একটি নির্বাচনী র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালি আগামীকাল ৩ নভেম্বর, ২০২৪, রবিবার দুপুর ১২টায়, মিশিগানের ওয়ারেন শহরের ওয়ারেন ইটস রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত হবে। এর ঠিকানা হচ্ছে ৩৮৫৫, ১২ মাইল রোড, ওয়ারেন, মিশিগান ৪৮০৯২।
র্যালিতে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এই নির্বাচনী অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন প্রার্থীদের সমর্থনে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটিকে উদ্বুদ্ধ করা এবং তাঁদের ভোট প্রদান নিশ্চিত করা। এ আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করছে মিশিগান বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস (MI-BADC)।
এছাড়াও, র্যালিতে সহযোগিতা করছে এমগেজ অ্যাকশন, সামোসা, এএপিআই ভিক্টরি ফান্ড, ইন্ডিয়ান আমেরিকান ইমপ্যাক্ট ফান্ড, এবং পাকিস্তানি আমেরিকান ককাস। উল্লেখ্য, হ্যারিস-ওয়ালজের পাশাপাশি অন্যান্য ডেমোক্রেটিক প্রার্থীরাও উপস্থিত থাকবেন এই র্যালিতে। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে মিশিগানের বাংলাদেশি কমিউনিটি ডেমোক্রেটিক পার্টির প্রচারণায় অংশগ্রহণ করবে এবং তাঁদের সমর্থন জানাবে।
মন্তব্য করুন