যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আগে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর অংশ হিসেবে রোববার মিশিগানে আসবেন। তাঁর নির্বাচনী অফিস সফরের বিস্তারিত বিষয় প্রকাশ করেনি। তবে তারা জানায় যে, তিনি শুক্রবার এবং শনিবার উইসকনসিন, জর্জিয়া এবং উত্তর ক্যারোলিনা সফরের পরে মিশিগানে আসবেন। এটি নির্বাচনী সফরের ১২তম দিন হবে যে, তিনি এখানে এসেছেন। তিনি মিশিগানে এসে ঘোষণা করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চাইবেন। এটি মিশিগানের গুরুত্বকে উপলব্ধি করায়।
নির্বাচনী অফিস আরো জানায়, কমলা হ্যারিসের সঙ্গে তার রানিং মেট মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ শুক্রবার ডেট্রয়েট, ফ্লিন্ট এবং ট্র্যাভার্স সিটিতে থাকবেন। এখানকার ভোটারদের মধ্যে কমলা হ্যারিসেকে নিয়ে অনেক উল্লাস ও উত্তেজনা বিরাজ করছে। এর অর্থ হচ্ছে, এখানে একটি কার্যকর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এদিকে ট্রাম্প এবং তার রানিং মেট জেডি ভ্যান্স শুক্রবার মিশিগানে পৃথক সফর করবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন