ইউক্রেনীয় সাংবাদিক ও লেখক নাতালিয়া গামেনউকের সাথে মতবিনিময় সভা আগামীকাল ১ নভেম্বর হ্যামট্রামিকস্থ জোসেফ ক্যাম্পাউতে অনুষ্ঠিত হবে। ইউক্রেনীয় আমেরিকান আর্কাইভ্স অ্যান্ড মিউজিয়াম ডেট্রয়েটন-এর উদ্যোগে দুপুর ১১টা থেকে ১২.৩০ মিনিটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নাতালিয়া গামেনউক রিকোনিং প্রজেক্ট : ইউক্রেন টেসটিফাইস-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং পাবলিক ইন্টারেস্ট জার্নালিস্ট ল্যাব-এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় অবদান রাখার পাশাপাশি তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তিনি তাঁর জীবনে বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছেন। তিনি ১৯৮৩ সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন।
মন্তব্য করুন