তূর্য ও সূর্য সহোদর, যেন
ছিল কোনও তেজোদীপ্ত তারুণ্যে উচ্ছ্বল প্রাণের সমবেত সুর!
আজ সূর্যের পাশে তূর্য নেই; থেমে গেছে সমস্ত কোলাহল।
স্বপ্ন থেমে গেছে, থেমে গেছে গান, থেমে গেছে চোখভেজা নাচ
থেমে গেছে স্বজনের দিন, ক্যালেন্ডারের একটি চিহ্নিত পাতায়
খোঁড়া, কোনও মানুষের মতো, সময়ের কাঁধে ভর করে।
মন্তব্য করুন