রোদ ছিল ঝলমলে শীত কনকনে
চিন্তায় নবধারা ছিল জনমনে। পাতাহীন ডালগুলো দুলছিল বায় হাড়কাঁপা শীত ছিল সেই রোদেলায়। গাছ ছিল পাতাহীন ডালে ছিল পাখি ডালে ডালে পাখিদের ছিল মাখামাখি।
মন্তব্য করুন