সম্প্রতি পাকিস্তানের মোমিন শাকিবের শো ‘হাদ কর দি’ শো-তে উপস্থিত হয়ে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানি অভিনেত্রী নওশীন শাহ।
কঙ্গনাকে উদ্দেশ্য করে পাক অভিনেত্রী বলেন, পাকিস্তানকে নিয়ে তার কোনো ধারণা নেই। যা মনে আসে তাই বলে। কখনো কঙ্গনার সঙ্গে দেখা হলে কষে দুটো চড় মারতে চাই।
কঙ্গনাকে পরামর্শ দিয়ে অভিনেত্রী বলেন, তার (কঙ্গনা) কোনো জ্ঞান নেই, কিন্তু দেশ নিয়ে কথা বলছে। সেটাও অন্য কারও দেশ নিয়ে। আপনার নিজের দেশের ওপর, আপনার অভিনয়, আপনার নির্দেশনার দিকে মন দিন। সেটাই আপনার কাজে আসবে।
কঙ্গনার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নওশীন আরও বলেন, আপনি কীভাবে জানলেন পাকিস্তানে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়? আপনি কীভাবে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে জানলেন? আপনি কীভাবে আমাদের দেশের এজেন্সিগুলো সম্পর্কে জানেন?
অভিনেত্রী বলেন, আমরা তো নিজেরাই জানি না যে এই এজেন্সিগুলো আমাদের দেশে আছে। সেনাবাহিনী আমাদের দেশের, ওরা এই জিনিসগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন না। এগুলো তাদের গোপন ব্যাপার, তাই না? সূত্র : হিন্দুস্তান টাইমস
আরও পড়ুনঃ পপসংগীতের কিংবদন্তি : মাইকেল জোসেফ জ্যাকসন
মন্তব্য করুন