বাংলাদেশের অন্যতম সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশকে সেরা সঙ্গীত পরিচালক ২০২৩ হিসাবে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আমেরিকার বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
রোববার (২৫ জুন) রাতে কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা’র মিলনায়তনে অনুষ্ঠিত ঢালিউড এওয়ার্ডসের ২১তম আসরের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ডস তুলে দেয়া হয় ১৭ জন শিল্পীর হাতে।
নিউইয়র্কের শো টাইম মিউজিক আয়োজিত এওয়ার্ডস অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কৗতুক অভিনেতা সাজু খাদেম।
শো টাইম মিউজিকের নির্বাহী প্রধান আলমগীর আলম খান জানান, ভার্জিনিয়ায় আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ডসের ২১তম আসরের দ্বিতীয় পর্ব। এবারই প্রথম ঢালিউড অ্যাওয়ার্ডসের আসরকে দু’টি পর্বে আয়োজন করা হয়েছে। ১ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য আসরে ঘোষণা করা হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে পুরুস্কারপ্রাপ্তদের নাম। ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য আসর সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সঙ্গীত পরিচালক জে কে মজলিশের বন্ধু মিল্লাত মেরু তার ফেসবুক আইডির ওয়ালে লিখেন, আজ হয়ে গেল আমেরিকার বাণিজ্যিক রাজধানী নিউইয়র্ক এ ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সেরা সঙ্গীত পরিচালক ২০২৩ হিসাবে আমাদের ৯৫ এর আরেক আইকনিক বন্ধু জে.কে মজলিশকে মনোনীত করেন । ৯৫ আইকন গ্রুপের পক্ষ থেকে বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগামীতে বন্ধুর আরও সাফল্য কামনা করছি।
অনুভূতি প্রকাশে সঙ্গীত পরিচালক জে কে মজলিশ ‘বাংলা সংবাদ‘কে বলেন, আমি কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সাথে আমার সকল শুভানুধ্যায়ীদের জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন।
জে কে মজলিশ এর আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড, বাবিসাস অ্যাওয়ার্ড, এজেএফবি অ্যাওয়ার্ড সহ আরো অনেক পুরস্কার জিতেন।
বিনোদন নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন