গ্রামের জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ করতে হবে: সি চিন পিং

পঞ্চম ‘চীনা কৃষকের নবান্ন উত্সব’ উপলক্ষ্যে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গোটা চীনের কৃষক ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, গ্রামের জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ করতে সবাইকে কাজ করে যেতে হবে।

প্রেসিডেন্ট সি বলেন, “আমরা গত বছর উত্তরাঞ্চলে বিরল শরত্কালীন বৃষ্টি ও বন্যা, শীতকালে গমচাষে বিলম্ব, কোভিড মহামারী, এবং দক্ষিণাঞ্চলের কিছু জায়গায় তাপদাহের চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এর মধ্যেই গ্রীষ্মকালীন খাদ্যশস্য ও আগাম ধানের ফলন বৃদ্ধি পেয়েছে। খাদ্যশস্যের উত্পাদন আরও বাড়ার  সম্ভাবনা রয়েছে।” 

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, সিপিসি’র বিভিন্ন পর্যায়ের কমিটি ও সরকারকে গভীরভাবে কেন্দ্রীয় সরকারের ‘কৃষি, কৃষক, গ্রাম’ শীর্ষক কর্মকাণ্ডের সাধারণ চেতনা কাজে লাগাতে হবে, খাদ্যশস্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এবং গ্রামীণ পুনরুদ্ধার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। 

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।) 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *