শিল্প ও সংস্কৃতি
বাংলা সংবাদ এর আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কন্ঠস্বর বাংলা সংবাদ পত্রিকার আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় মিশিগানের বিভিন্ন বয়সী সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন।
আড্ডায় সাহিত্য চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আমেরিকার বুকে সাহিত্য চর্চা ও লেখক–সাহিত্যিকদের পৃষ্টপোষকতার জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কন্ঠস্বর বাংলা সংবাদ পত্রিকার ভূয়শী প্রশংসা করা হয়।
আড্ডায় অংশগ্রহনকারীরা স্বরচিত কবিতা ও ছড়া পরিবেশন করেন । অংশগ্রহনকারীরা হলেন দেবাশীষ দাস, জয়নাল আফসার, জাফর ওবায়েদ, মুজিবুর রহমান শাহিন, হারান কান্তি সেন, সঞ্জয় দেব ও নারায়ন গুপ্ত ।