
যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে যারা মাঙ্কিপক্স ভাইরাসের সংস্পর্শে এসেছে বা সংক্রমিত হয়েছে তারা এখন ডেট্রয়েট হেলথ ডিপার্টমেন্ট এবং ওয়েন এইচআইভি/এসটিআই ক্লিনিকে জিনিওস টিকা গ্রহণ করতে পারবে।
মাঙ্কিপক্স ভাইরাসের বিস্তার কমাতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিশিগান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস যেসকল ক্ষেত্রে টিকা প্রদান করা হবে
১. পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস – মাঙ্কিপক্স ভাইরাসের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ভাইরাসের বিকাশ রোধ করতে।
২. সম্প্রসারিত পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস – পূর্ববর্তী ১৪দিনে পরিচিত মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত ব্যক্তির সাথে অবস্থান করছে বা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এমন ব্যক্তিদের।
যেসব স্থানে মাঙ্কিপক্স টিকা দেওয়া হবে
ওয়েন এইচআইভি/এসটিআই ক্লিনিক, ডেট্রয়েটে ৫০ ইস্ট ক্যানফিল্ডে সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত এবং ১ম ও ৩য় শনিবার সকাল ৮:০০ টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত।
ডেট্রয়েট হেলথ ডিপার্টমেন্টে সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ( সিডিসি)-এর পক্ষ থেকে জানানো হয় জেনিওস টিকা এখনও অসুস্থতা রোধ করতে এবং এ রোগে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ হ্রাস করতে পারে।
মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কে আরও তথ্যের জন্য, ডেট্রয়েট হেলথ ডিপার্টমেন্টের (৩১৪-৮৭৬-৪৪৪৪) হটলাইনে সোমবার থেকে শুক্রবার, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কল করুন অথবা (dhdoutbreak@detroitmi.gov) ইমেইল পাঠান।
আরও পড়ুন
বাইডেন প্রশাসনের আরও ২.৫ মিলিয়ন মাঙ্কিপক্স টীকার অর্ডার
মিশিগানে মাঙ্কিপক্সের জন্য নতুন ওয়েবসাইট চালু