যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের ক্যাল অ্যান্ডারসন পার্কে এক বন্দুক হামলায় ২ জন নিহত ও আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছে।
সিয়াটলের পুলিশ প্রধান আদ্রিয়ান দিয়াজ রোববার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় মারাত্মকভাবে আহত তৃতীয়জন হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে, পুলিশ এক ব্যক্তিকে খুঁজছে। সে সম্ভবত এ বন্দুক হামলার ঘটনার সাথে ‘জড়িত’ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন