ইতালির উপকূল রক্ষীরা ইউরোপে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিসহ ১২০ জনকে উদ্ধার করেছে। তবে বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি। রোববার (২৩ এপ্রিল) উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদেরকে পৃথক দুইটি উপকূলে নামিয়ে দেয়।
ইটালির বার্তা সংস্থা আনসা জানায়, শনিবার রাতে অন্তত ৯০ জন অভিবাসন প্রত্যাশীকে সেন্ট্রাল ভূমধ্যসাগরে বিরূপ আবহাওয়ার মুখে পড়া অবস্থায় উদ্ধার করে উপকূলরক্ষীরা।
পরে রোববার সকালে তাদের ক্যালাব্রিয়া অঞ্চলের রোচেলা আইওনিকা বন্দরে নামানো হয়।
আনসা আরও জানায়, ৩০ জন অভিবাসীকে উদ্ধারের পর রোববার সকালে ইতালির বারি বন্দরে নামিয়ে দিয়েছে ফরাসি দাতব্য সংস্থা এসওএস মেডিটারানের উদ্ধারকারী জাহাজ ওশ্যান ভাইকিং।
এই ৩০ জনের মধ্যে বাংলাদেশ এবং সুদানের নাগরিক ছিল বলে জানা যায়। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অভিবাসন নিয়ে আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় ১৮৪ জন রোহিঙ্গা শরণার্থী আটক
মন্তব্য করুন