ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের তারকা উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে এক খেলার পরই বাদ দিয়েছে।
কলকাতা, যারা ওপেনার এবং উইকেটরক্ষকের সাথে লড়াই করছে, তারা এন জাগদিসানকে বেছে নিয়েছে এবং রবিবার ইডেন গার্ডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্লে ইলেভেনে নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড উইজকে অন্তর্ভুক্ত করেছে।
লিটন অবশ্য পাঁচজন বদলি খেলোয়াড়ের মধ্যে একজন হিসেবে নাম লেখান এবং ম্যাচের পরবর্তী সময়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে পারেন।
বৃহস্পতিবার লিটনের একটি খারাপ আইপিএল অভিষেক হয়েছিল কারণ তিনি ব্যাটিং শুরু করে মাত্র একটি বলে চার রান করেছিলেন এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কম স্কোরিং ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে স্টাম্পিং মিস করেছিলেন।
উল্লেখ্য, ৫০ লাখ ভারতীয় রুপিতে নিলাম থেকে লিটনকে দলে নিয়েছে কেকেআর শিবির। তবে আইপিএলের শুরুর দিকে দলের সঙ্গে যোগ না দিলেও তিন ম্যাচ পর কলকাতায় পাড়ি জমান লিটন। এরপর দুই ম্যাচ বসে থেকে তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ হয় তার।
লিটন দাসকে নিয়ে আরও পড়ুনঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেতৃত্বে সাকিব, ফিরলেন লিটন
আইপিএলে চার রান করেই থামলেন লিটন দাস
মন্তব্য করুন