মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার সম্প্রতি ‘বন্দুক নিয়ন্ত্রণ বিল’ আইনে স্বাক্ষর করেছেন।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ ) ক্যাম্পাসে গোলাগুলির ঘটনার দুই মাস পর বৃহস্পতিবার (এপ্রিল ১৩) মিশিগানে কয়েক দশক ধরে চলা বন্দুক সহিংসতা রোধ করার লক্ষ্যে গভর্নর গ্রিচেন হুইটমার নতুন ‘বন্দুক নিয়ন্ত্রণ বিল’ আইনে স্বাক্ষর করেছেন।
আইনটি মিশিগানে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার বলে জানা গেছে।
গ্রিচেন হুইটমার বলেন, এ পদক্ষেপের মাধ্যমে আমরা মিশিগানে বন্দুক সহিংসতার অবসান ঘটানোর দিকে এগিয়ে গিয়েছি।
নতুন ‘বন্দুক নিয়ন্ত্রণ বিল’ আইনে মিশিগান রাজ্যে কেনা সমস্ত আগ্নেয়াস্ত্রের জন্য ব্যাকগ্রাউন্ড চেক এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেইসাথে বন্দুকের মালিকদের আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ লক আপ রাখতে বাধ্য করা হয়েছে যাতে করে শিশুরা সুরক্ষিত থাকে৷
গভর্নর গ্রিচেন হুইটমারকে নিয়ে আরও পড়ুনঃ
মিশিগানের অর্থনীতিকে সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে: গ্রিচেন হুইটমার
গ্রিচেন হুইটমারের ৭৯ বিলিয়ন ডলারের বাজেট উপস্থাপন
বন্দুক হামলা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি
মন্তব্য করুন