যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ক্রিস্টিনা কোচ (Christina Koch) মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) চন্দ্র মিশনে প্রথম নারী নভোচারী হতে যাচ্ছেন।
মহাকাশচারী ক্রিস্টিনা হ্যামক কোচ ১৯৭৯ সালে মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে জন্ম গ্রহণ করেন।
৪৪ বছর বয়সী নাসার এই নভোচারী যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেন।
সোমবার (এপ্রিল ৫) টেক্সাসের হিউস্টনে এক অনুষ্ঠানে ৫০ বছরের মধ্যে নাসা তাদের প্রথম চন্দ্র মিশনে ক্রিস্টিনাসহ চার নভোচারীর নাম প্রকাশ করেছে।
এদের মধ্যে রয়েছে তিনজন আমেরিকান এবং একজন কানাডিয়ান নাগরিক। এবার প্রথম নারী এবং প্রথম আফ্রিকান আমেরিকান যুক্ত হয়েছে। এরা আগামী বছরের শেষের দিকে চাঁদের চারপাশে উড়বে।
ক্রিস্টিনা ছাড়াও এ তালিকায় রয়েছে ভিক্টর গ্লোভার, রিড ওয়াইজম্যান এবং জেরেমি হ্যানসেন।
এদিকে এই চন্দ্র অভিযানে ভিক্টর গ্লোভার হবেন প্রথম আফ্রিকান আমেরিকান নাগরিক।
২০২৪ সালের শেষের দিকে কেনেডি স্পেস সেন্টার থেকে একটি স্পেস লঞ্চ সিস্টেম রকেটের মাধ্যমে নাসার ওরিয়ন ক্যাপসুল উড্ডয়নকারী হবে এই চার নভোচারী।
পৌরাণিক কাহিনীর অ্যাপোলোর যমজ বোনের নামানুসারে আর্টেমিস নামক নভোযানে তারা চাঁদে অবতরণ করবেন না। এমনকি চন্দ্র কক্ষপথে যাবেন না। বরং চাঁদের চারপাশে উড়বেন। এর পর পৃথিবীতে ফিরে আসবেন।
সম্প্রতি নাসা তাদের প্রথম আর্টেমিস নভোযানের জন্য ৪১জন সক্রিয় নভোচারীর মধ্য থেকে চার জনকে বাছাই করে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এই চার মহাকাশচারী এবং তাদের পরিবারের সাথে কথা বলেছেন।
এক টুইট বার্তায় বাইডেন বলেন, নাসার এই মিশন পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমেরিকা, কানাডা এবং সারা বিশ্বের প্রতিটি শিশুকে মহাকাশ জয়ের স্বপ্ন দেখাবে।
উল্লেখ্য, ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অ্যাপোলো নভোযানের সময় নাসা ২৪ জন নভোচারীকে চাঁদে পাঠিয়েছিল। তাদের মধ্যে বারোজন অবতরণ করেছিল।
আরও পড়ুনঃ ৮ তম বার্ষিক ডেট্রয়েট কেন্টাকি ডার্বি ডে পার্টি
মন্তব্য করুন