ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশে নারী ও শিশুসহ অন্তত ১৮৪ জন রোহিঙ্গা শরণার্থী আটক হয়েছে।
এএফপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নৌকায় করে রোহিঙ্গাদের সমুদ্রে নামিয়ে দেওয়ার পর তারা সাঁতার কেটে তীরে পৌছায়।
ইন্দোনেশিয়ার পিউরেউলাকের পূর্ব আচেহ শহরের স্থানীয়রা পুলিশকে রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য দেয়। পরবর্তীতে পুলিশ সদস্যরা ৯৪ জন পুরুষ, ৭০ জন মহিলা এবং ২০ শিশু রোহিঙ্গাদের আটক করে।
এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) একজন মুখপাত্র বলেছেন যে তারা এখনও ইন্দোনেশিয়ায় আগত রোহিঙ্গাদের তথ্য সংগ্রহ করছে।
উল্লেখ্য, মায়ানমারে নির্যাতিত হাজার হাজার মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী প্রতি বছর দীর্ঘ সমুদ্র যাত্রায় মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর জন্য প্রায়শই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় সুমুদ্র যাত্রা করে আসছে।
আরও পড়ুনঃ সিপিপিসিসি’র সদস্য আয়ি মুশা তুওহে তাহং
মন্তব্য করুন