মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় তরুন পার্টির উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৪মার্চ সন্ধ্যা সাত ঘটিকায় পৌর শহরের উত্তর চৌমুহনী হাজী মুহিবুর রহমান মেমোরিয়ালে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সুনাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ মালেক সাচ্চু। প্রধান আলোচকের বক্তব্য দেন জেলা জাতীয় তরুন পার্টির আহবায়ক বুলবুল খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টি পৌর শাখার সদস্য সচিব মজনু খান, জুড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব বদরুল ইসলাম, বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জামাল উদ্দিন সুনু, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, পৌর শাখার আহ্বায়ক মাসুদুর রহমান তাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সদর ইউপির আহবায়ক আমির উদ্দিন, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদূর রহমানসহ জাতীয় পার্টি, তরুন পার্টি ও ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এসময় সানোয়ার হোসেন তানবির’কে আহবায়ক ও তানবির আহমদ’কে সদস্য সচিব করে এগারো সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য করুন