যুক্তরাষ্ট্রের টেক্সাসের দুই বোন এবং তাদের এক বন্ধু মেক্সিকোতে ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছেন।
মারিতজা রিওস (৪৭), মেরিনা রিওস (৪৮) এবং তাদের বন্ধু, ডোরা সেঞ্জ (৫৩) গত মাসে সেখানকার এক ফ্লি মার্কেটে কাপড় বিক্রি করতে মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছিলেন বলে জানা গেছে।
এপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে মেক্সিকোতে চার আমেরিকানকে অপহরণের ঘটনা কয়েক দিনের মধ্যে সমাধান করা হয়।
তবে ঘটনাটি তুলনামূলকভাবে কম প্রচার পাওয়ায় এ তিনজন নারীর ভাগ্যে কি হয়েছে তা প্রায় দুই সপ্তাহের মধ্যে জানা যায়নি। এখন পর্যন্ত রহস্য রয়ে গেছে।
এফবিআই জানায় ম্যাকঅ্যালেনের কাছে টেক্সাসের ছোট সীমান্ত শহর পেনিটাস থেকে দুই বোন এবং তাদের বন্ধু নিখোঁজ হয়।
এদিকে পেনিটাস পুলিশ প্রধান রোয়েল বারমেয়া বলেন, নিখোঁজদের উদ্ধারের জন্য মেক্সিকো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট প্রস্তাব
মন্তব্য করুন