গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আপাতত স্থগিত রেখেছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স।
বুধবার (৮ মার্চ) রাত ৮টার পর অভিযান স্থগিত করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপ-পরিচালক দিনমনি শর্মা।
শর্মা বলেন, আজকে দ্বিতীয় দিনের মতো আন-অফিসিয়ালি উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
উদ্ধার অভিযান স্থগিত থাকলেও ফায়ার সার্ভিসের ২০ সদস্যের একটি দল ঘটনাস্থলে অবস্থান করবেন বলে জানান তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ১০ জন, যাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।
মন্তব্য করুন