গতকাল (শুক্রবার ) চীনের দুই অধিবেশনের সংবাদ কেন্দ্র থেকে জানা যায়, ২০২৩ চীনের দুই অধিবেশনে অব্যাহতভাবে ‘প্রতিনিধি চ্যানেল’, ‘সদস্য চ্যানেল’ এবং ‘মন্ত্রী চ্যানেল’ খোলা হবে।
বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সদস্যরা নিজেদের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করবেন, তাদের মার্জিত বক্তব্য তুলে ধরবেন। সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রীয় পরিষদের প্রধান সংশ্লিষ্ট নীতিগত ব্যবস্থাগুলো তুলে ধরবেন। এই তিনটি চ্যানেল সরাসরি প্রচার করবে।
এই তিনটি চ্যানেল চীনের আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করবে। এর মাধ্যমে দেশের জীবিকার অবস্থা এবং চীনের উন্মুক্তকরণের আত্মবিশ্বাসী চিত্র ফুটে উঠবে।
যা এবারের দুই অধিবেশনে উল্লেখযোগ্য বিষয়। এই অধিবেশন চীনকে বোঝার ক্ষেত্রে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জানালাও বটে।
জানা গেছে, প্রায় ৩০০০জন দেশি-বিদেশি সংবাদদাতা এবারের দুই অধিবেশনে কাজ করবেন। হংকং, ম্যাকাও, তাইওয়ান ও বিদেশি সংবাদদাতাদের সংখ্যা সহশ্রাধিক।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
আরও পড়ুনঃ জীবনের জন্য ১৫ মিনিটের ‘সুবিধাজনক বৃত্ত’, এতে মানুষের বৃত্তাকার সুখী জীবন দেখুন
মন্তব্য করুন