তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত প্রায় ৪৪ হাজার মানুষ নিহত এবং কয়েক লক্ষ মানুষ আহত হয়েছে।
তুর্কি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে ৩৮,০৪৪ জন নিহত হয়েছে।
এদিকে সিরিয়ায় ৫,৮১৪ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে সিরিয়ার সরকার জানিয়েছে।
এ ঘটনায় উভয় দেশে মৃত্যুর সংখ্যা ৪৩,৮৫৮ পৌঁছিয়েছে এবং কয়েক লক্ষ লোক গৃহহীন হয়েছে।
টিআরটি ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, তুর্কিতে যে ত্রাণ পাঠানো হয়েছে তা দিয়ে ৫.২ মিলিয়ন মানুষকে মাত্র তিন মাসের জন্য মানবিক সহায়তা সরবরাহ করা যাবে।
এজন্য তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ১ বিলিয়ন ডলার সাহায্যের আবেদন করেছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তুরস্কের ভূমিকম্পকে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করেছে।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য পাঠাবেন যেভাবে
মন্তব্য করুন