মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
আইন শৃঙ্খলার রক্ষাকারীবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বন্দুকধারীকে মৃত উদ্ধার করে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠায়।
ইউনিভার্সিটি সূত্রে জানা গেছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ক্যাম্পাসের বার্কে হল নামক একাডেমিক ভবন এবং ইউনিয়ন ভবনে গুলি চালায় ঐ বন্দুকধারী।
ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি।
প্রাথমিকভাবে জানা গেছে, বন্দুকধারী তার স্বয়ংক্রিয় বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছে।
এদিকে তদন্তকারীরা জানায়, আনুমানিক ৪৩ বছর বয়সী ঐ সন্দেহভাজন হামলাকারী ব্যক্তির পরনে ডেনিম জ্যাকেট এবং লাল জুতো পরা ছিল। তবে তার সাথে ইউনিভার্সিটির কোন যোগসূত্র আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুনঃ গ্রিচেন হুইটমারের ৭৯ বিলিয়ন ডলারের বাজেট উপস্থাপন
মন্তব্য করুন