তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত ৩৭ হাজার এরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।
তুর্কি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে ৩১,৬৪৩ জন নিহত হয়েছে।
এদিকে সিরিয়ায় ৫,৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জাতিসংঘ এবং সিরিয়ার সরকার জানিয়েছে।
এ ঘটনায় উভয় দেশে কয়েক লক্ষ লোক গৃহহীন হয়েছে।
আল জাজিরা এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
উদ্ধারকারী সংস্থা থেকে কিছু অলৌকিক উদ্ধারের ঘটনা ছাড়া জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য পাঠাবেন যেভাবে
মন্তব্য করুন