তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত ৩৬ হাজার এরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।
এ ঘটনায় কয়েক লক্ষ লোক গৃহহীন হয়েছে।
ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে জনগণের ক্ষোভ বাড়তে থাকায় তুর্কি কর্তৃপক্ষ ভবন ধসের জন্য দায়ী অনেক গৃহ নির্মাতাদের গ্রেপ্তার করেছে।
সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এদিকে ধ্বংসস্তূপের নিচে ১৭৫ ঘণ্টা আটকে থাকার পর একজন নারীকে উদ্ধার করা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ভূমিকম্পকে ‘শতাব্দীর বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
হোয়াইট হেলমেট স্বেচ্ছাসেবী সংস্থা জানায়, উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে সেখানে ত্রাণ কার্যক্রম জটিল হয়ে পড়েছে। কিছু অলৌকিক উদ্ধারের ঘটনা ছাড়া জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য পাঠাবেন যেভাবে
মন্তব্য করুন