সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ৬৮ ঘণ্টা পর বৃহস্পতিবার তুরস্কের কাহরামানমারাস শহরের একটি ধসে পড়া বাড়ি থেকে একজন মা ও তার ছয় বছরের মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সাহায্য সংস্থা এসএআরএ আইডি-এর সাথে যৌথভাবে কাজ করা জার্মান সাহায্য সংস্থা @ফায়ার এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বুধবার ভোর ৫টার দিকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
সাহায্য সংস্থার বিবৃতিতে বলা হয়ে, “প্রায় ২০ ঘন্টা ধরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে তাদের বের করে আনার জন্য কাজ করে। এজন্য তারা যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একটি টানেল তৈরি করে। তার ভিতর দিয়ে ঐ মা ও শিশুকে বের করে আনা হয়।”
উল্লেখ্য, ভূমিকম্পে এ পর্যন্ত ১৯,৩০০ জনের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।
মন্তব্য করুন