সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৭,৯০০ জনের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।
উভয় দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং সাহায্য সংস্থাগুলি উত্তর-পশ্চিম সিরিয়া নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এ এলাকায় ৪ মিলিয়নেরও বেশি মানুষ ইতিমধ্যে মানবিক সহায়তার উপর নির্ভর করছে।
সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে হিমায়িত আবহাওয়া বেঁচে থাকা ব্যক্তিদের জীবন আরও বিপন্ন করে তুলছে এবং উদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তুলছে।
২০১১ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম সিরিয়ার বেশিরভাগ অংশ সরকার বিরোধী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে।
উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার জন্য কাজ করছে। অন্যদিকে ন্যাটো, ইইউ এবং ৪৫টি দেশ দুর্যোগের পরে সহায়তা দিচ্ছে।
উল্লেখ্য, তুরস্ক প্রধান ফল্ট লাইনের শীর্ষে অবস্থান করার প্রায়শই ভূমিকম্পে কেঁপে ওঠে। ১৯৯৯ সালে উত্তর-পশ্চিম তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১৮,০০০ জন নিহত হয়।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫,২০০ ছাড়িয়েছে
মন্তব্য করুন