মিশিগানের একজন নারী এবং তার দুই সন্তানকে হিমায়িত অবস্থায় মৃত পাওয়া গেছে।
প্রাথমিক ভাবে তার সবাই ‘মানসিক স্বাস্থ্য সংকটে’ ভুগছিলেন বলে জানানো হয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
ওকল্যান্ড কাউন্টির কর্মকর্তা মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, ৩৫ বছর বয়সী মনিকা ক্যানাডি এবং তার সন্তান ৯ বছর বয়সী কাইল মিল্টন এবং ৩ বছর বয়সী মালিক মিল্টনের মৃত্যুর আগে বিশ্বাস করেছিলেন কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে এবং এটি নিয়ে তারা সবাই মানসিক চাপে ছিল।
ডেট্রয়েটের উত্তর-পশ্চিমে প্রায় ৩২ কিলোমিটার দূরে পন্টিয়াকের একটি জঙ্গল এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ তাদের তিনজনের মৃতদেহ খুঁজে পায়।
উদ্ধারকারীরা ঐ স্থানে একটি ১০ বছর বয়সী মেয়েকেও খুঁজে পায় এবং তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।
বাউচার্ড বলেন, পরিবারের সদস্যরা ক্যানাডিকে তার বাচ্চাদের সাথে চলে যাওয়ার আগে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল। পরিবার যখন জঙ্গলের মাঠে পৌঁছায়, ক্যানাডি তার বাচ্চাদের ঠান্ডার ভিতর শুয়ে পরতে বলে। ফলে শরীরের তাপমাত্রা হ্রাস এবং মৃত্যু ঘটে।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যায়, দুই ছেলে এবং তাদের মা ক্যানাডি ‘হাইপোথার্মিয়ায়‘ মারা গেছে।
বাউচার্ড সংবাদ সম্মেলনে আরও ভাল মানসিক স্বাস্থ্য সহায়তার পক্ষে পরামর্শ দিয়ে বলেন, ‘মানসিক স্বাস্থ্য সংকটের’ প্রতিক্রিয়া এবং এর দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়ে আরো অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আরও পড়ুনঃ ২০২৩ সালে ‘ফুল মুন’, ‘সুপারমুন’, ‘ব্লু মুন’ যখন
মন্তব্য করুন