চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভিডিও বৈঠকে মিলিত হন।
বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন ‘প্রিয় প্রেসিডেন্ট পুতিন, আমার পুরানো বন্ধু, আপনার সাথে আবার দেখা হওয়ায় খুব আনন্দ লাগছে। বছরের শেষে ভিডিও-বৈঠক করা আমাদের জন্য একটি ভালো ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের যৌথ নেতৃত্বে, নতুন যুগে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও পরিপক্ক ও দৃঢ় হবে।’
‘আন্তর্জাতিক অঙ্গনে বিরাজমান অস্থির পরিস্থিতির মধ্যে, রাশিয়ার সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করতে চীন ইচ্ছুক। পারস্পরিক উন্নয়নের সুযোগ, বৈশ্বিক অংশীদার হিসেবে দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনতে এবং বিশ্বে আরও বেশি স্থিতিশীলতার উপাদন যোগাতেও চীন ইচ্ছুক। আমি জনাব প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করতে এবং যোগাযোগ বজায় রাখতে আগ্রহী।’
জবাবে ভ্লাদিমির পুতিন বলেন, ‘নি হাও, শ্রদ্ধেয় প্রেসিডেন্ট সি চিন পিং, আমার প্রিয় বন্ধু, আমি আপনার সাথে দেখা করতে পেরে খুব আনন্দিত। আমি বিশ্বাস করি যে, আপনার ও চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নেতৃত্বে চীন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নতুন সাফল্য অর্জন করবে; চীনের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পাবে ও চীন আরও উন্নতি করবে।’
‘বর্তমান উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে, রাশিয়া-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের তাত্পর্য আরও বেড়েছে। এটি আন্তর্জাতিক অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ। প্রিয় প্রেসিডেন্ট সি, আমি এই সুযোগে আপনাকে ও সমস্ত চীনা জনগণকে, খ্রিস্টীয় নববর্ষ ও চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাতে চাই। আমি আন্তরিকভাবে আপনার সুখ ও সুস্বাস্থ্য কামনা করছি এবং বন্ধুত্বপূর্ণ চীনা জাতির সমৃদ্ধি কামনা করছি।’
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)
আরও পড়ুনঃ উন্মুক্ত চীন বিদেশিদের স্বাগত জানায়: লি খ্য ছিয়াং
মন্তব্য করুন