চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং শুক্রবার (ডিসেম্বর ১০) আনহুই প্রদেশের হুয়াংশান শহরে ‘১+৬’ গোলটেবিল সংলাপে অংশগ্রহণকারী প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধানদের সাথে দেখা করেন এবং যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নেন।
এ সময় লি খ্য ছিয়াং বলেন, এবারের সংলাপ সম্মেলনে বহুপাক্ষিকতা বজায় রাখা, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা, এবং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে আস্থার কথা তুলে ধরা হয়েছে। স্থিতিশীল প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির মধ্যে ভারসাম্য বজায় রাখা, আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখা উচিত। উন্মুক্ত চীন বিদেশিদের স্বাগত জানায়।
লি খ্য ছিয়াং আরও বলেন, চীন স্থিতিশীল কর্মসংস্থান পরিস্থিতি সৃষ্টি করেছে, সামষ্টিক অর্থনৈতিক বাজারকে স্থিতিশীল করেছে, এবং একটি যুক্তিসঙ্গত পরিসরের মধ্যে অর্থনৈতিক কার্যক্রম বজায় রেখেছে।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
আরও পড়ুনঃ চীনা প্রেসিডেন্ট সি’র সঙ্গে জিবুতির প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
মন্তব্য করুন