রিয়াদে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে জিবুতির প্রেসিডেন্ট গুয়েলের বৈঠক শুক্রবার (ডিসেম্বর ১০) অনুষ্ঠিত হয়েছে।
প্রেসিডেন্ট সি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও জিবুতির মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব জনগণের হৃদয়ে গভীরভাবে প্রোথিত হয়েছে। তাইওয়ান, হংকং ও সিনচিয়াংসহ সংশ্লিষ্ট বিষয়ে চীনকে মূল্যবান সমর্থনের জন্য জিবুতিকে ধন্যবাদ জানায় চীন।
অব্যাহতভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় জিবুতিকে সমর্থন করবে চীন, পাশাপাশি, জিবুতিকে স্বতন্ত্রভাবে নিজের উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন একটি উন্নয়ন পথ বাছাই করতে জিবুতিকে সমর্থও করে চীন। জিবুতির সঙ্গে দু’দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ককে নতুন উচ্চতায় ঠেলে দিতে প্রচেষ্টা চালাতে চীন ইচ্ছুক বলেও জানান প্রেসিডেন্ট সি।
প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, জিবুতির সঙ্গে সরকার, আইন প্রণয়ন সংস্থা, রাজনৈতিক দল, সামরিক ও স্থানীয় সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বাড়াতে , দেশ পরিচালনা ও উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় জোদার করতে চীন ইচ্ছুক। জিবুতির ‘২০৩৫ সালের সম্ভাবনা’ প্রতিষ্ঠাকাজকে এগিয়ে নিতে, বন্দর ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে, আলজেরিয়া-জিবুতি রেলওয়সহ ফ্ল্যাগশিপ সহযোগিতামূলক প্রকল্প যৌথভাবে রক্ষা করতে এবং জিবুতির জীবিক উন্নয়নে সমর্থন দিতে সমর্থন করে চীন।
গুয়েলেহ বলেন, প্রথম আরব-চীন সম্মেলনের সময় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে দেখা করে তিনি খুব খুশি হন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট সি চিন পিংকে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। জিবুতি ও চীন বন্ধু ও ভাই, কৌশলগত অংশীদারি সম্পর্ক বাস্তবায়ন করতে চেষ্ট করছে দু’পক্ষ। জিবুতির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মূল্যবান সহায়তা দিতে চীনকে ধন্যবাদ জানায় জিবুতি।
চীনের সঙ্গে জিবুতি ও চীনের কৌশলগত অংশীদারি সম্পর্ক জোরদার করতে এবং অব্যাহতভাবে দু’পক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণকাজকে এগিয়ে নিতে জিবুতি ইচ্ছুক। জিবুতি চীনের মূল স্বার্থ সম্পর্কিত বিষয়ে চীনের বৈধ অবস্থানকে সমর্থন অব্যাহত রাখবে।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
আরও পড়ুনঃ বিশ্ব যত অশান্ত, চীন-ইইউ সহযোগিতা তত গুরুত্বপূর্ণ
মন্তব্য করুন