বিশ্বের দীর্ঘতম কাঠের ঝুলন্ত পুল স্কাই ব্রিজ মিশিগান সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তর লয়ার পেনিনসুলা শারলুভয় কাউন্টির বয়েন মাউন্টেনে অবস্থিত এ ঝুলন্ত পুলটি ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সবার জন্য খুলে দেয়া হয়েছে।
এই স্কাই ব্রিজটি প্রায় ১২০০ ফুট লম্বা যেখানে মানুষের চলাচলের জন্য ১০২৩ ফুট উন্মুক্ত করা হয়েছে। এর প্রশস্ত হচ্ছে ৫ ফুট। মাটি থেকে এর উচ্চতা হচ্ছে ১১৮ ফুট। পায়ে হেঁটে এ ঝুলন্ত পুলটি অতিক্রম করা যাবে।
স্কাই ব্রিজ মিশিগান একপ্রান্তে ম্যাকলাউথ অন্যদিকে ডিসপ্লেস রিজের চূড়ায় নির্মাণ করা হয়েছে।
সেতুটির ডিজাইন করেছেন টড ডোমেক এবং কাজ করেছে এক্সপেরিয়েনশিয়াল রিসোর্স (ইআরআই)। এমন একটি স্থাপত্যকর্ম দেখার জন্য প্রতিদিনই মানুষজন ভিড় করছেন।
দিনব্যাপী ব্রিজটি দেখতে জনপ্রতি ২৫ ডলারের টিকিট কিনতে হবে। সিনিয়রদের জন্য ২০ ডলার। যদি বাতাসের গতিসীমা ঘণ্টায় ৩৫ মাইল হয় তবে সেতুটি বন্ধ করে দেয়া হয়।
তাছাড়া বজ্রপাত এই এলাকার ১৫ মাইল ব্যাসার্ধের মধ্যে হয় তবে সেতুতে চলাচল করা যাবে না। তবে বৃষ্টিপাতের সময় খোলা থাকবে যতক্ষণ আলোতে সবকিছু দেখা যায়।
বয়েন মাউন্টেন শহরে থাকা, খাওয়াসহ বিনোদনের, বেড়ানোর, খেলাধূলার বিভিন্ন জায়গা ও ব্যবস্থা রয়েছে। রয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য।
মন্তব্য করুন