ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি ভ্রমণকারীদের কাছে খুবই জনপ্রিয়। চলুন এই দেশটির সবচেয়ে বেশি জনপ্রিয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক ।
হামবুর্গ
হামবুর্গে রয়েছে দৃষ্টিনন্দন ভবন, ঐতিহাসিক স্থাপত্য এবং আকর্ষণীয় শৈল্পিক শিল্পকর্ম যেগুলো দর্শনার্থীদের বিমোহিত করে।
এটি এমন একটি শহর যেখানে বিটলস সারা বিশ্ব জুড়ে বিখ্যাত হওয়ার আগে তাদের প্রাথমিক সংগীত কেরিয়ার শুরু করেছিল।
এখানে প্রতি রবিবার হাজার হাজার দর্শনার্থীরা বেড়াতে আসে।
বার্লিন
ভ্রমণের জন্য জার্মানির অন্যতম জনপ্রিয় শহর হচ্ছে বার্লিন। বার্লিন সমগ্র ইউরোপের সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
জার্মানিতে অবকাশযাপনের অন্যতম স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে এই শহরটি।
মিউনিখ
ইউরোপে বেড়াতে যাওয়ার জন্য সেরা স্থানগুলির তালিকাতে মিউনিখকে অবশ্যই রাখতে হবে। শহরটির মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিবছর এখানে ভ্রমণকারীরা একত্রিত হয়।
মিউনিখ শহর ঋতুভেদে দর্শনার্থীদের কাছে ভিন্নভাবে ধরা দেই । যেমন বসন্তে এক রকম প্রাকৃতিক দৃশ্য ধারণ করে; শরতে অন্য রকম আবার গ্রীষ্মে আর একরকম। তাই দর্শনার্থীরা এই শহরটি দেখতে বছরের ভিন্ন ভিন্ন সময় এখানে এসে থাকে।
বোপপার্ড
ফ্রাঙ্কফুর্ট এর নিকটে অবস্থিত বোপপার্ড ভ্রমণের জন্য একটি দুর্দান্ত জায়গা কারণ এখান থেকে রাইন উপত্যকার আশেপাশের শহর এবং দৃষ্টিনন্দন গ্রামগুলি ঘুরে দেখা যায়।
ভ্রমণকারীরা এখানে মধ্যাহ্নভোজন উপভোগ করতে থাকেন।
মন্তব্য করুন