জাপানের হোন্ডা সড়কে চালানোর জন্য বিশ্বের সর্বাধিক উন্নতমানের সেল্ফ-ড্রাইভিং গাড়ির ১০০ টি মডেলের প্রাথমিক ব্যাচ প্রকাশ করেছে।
হোন্ডার সেল্ফ-ড্রাইভিং১ গাড়িতে জরুরি স্টপ ফাংশনসহ ব্যাপক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন হোন্ডার সেল্ফ-ড্রাইভিং গাড়ির সীমিত রোলআউট গাড়িটির চাহিদা কেমন রয়েছে তা নির্ধারণে সহায়তা করবে।
দেশটি সড়কে এই গাড়িটি চালনার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে।
মন্তব্য করুন