চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তাঁর দেশের পরিষেবা শিল্প খাতকে বিদেশিদের জন্য আরও উন্মুক্ত করা হবে।
তিনি বুধবার বেইজিংয়ে শুরু-হওয়া চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলায় পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এ কথা বলেন।
প্রেসিডেন্ট সি বলেন, চীন নিজের পরিষেবা বাজারে বিদেশিদের প্রবেশে বিনিধিষেধ শিথিল করেছে; পরিষেবা খাতের মানও উন্নত করেছে। চীন আন্তঃসীমান্ত পরিষেবা বাণিজ্যে উন্মুক্তকরণ অব্যাহত রাখবে।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রকৃত বহুপাক্ষিকতা অনুসরণ করে, সহনশীলতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে, হাতে হাত রেখে উন্মুক্ত এক পরিষেবা অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে চীন ইচ্ছুক।
তিনি জোর দিয়ে বলেন, চীন অন্যান্য দেশ থেকে উচ্চ মানের পরিষেবা আমদানি বাড়াবে, বৈশিষ্ট্যযুক্ত পরিষেবা রফতানির ভিত্তি জোরদার করবে, এবং পরিষেবা বাণিজ্যের নতুন মডেল বিকাশে কাজ করে যাবে।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন। )
মন্তব্য করুন