যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশের হবিগঞ্জ জেলার প্রবাসীদের সংগঠন “হবিগঞ্জ সোসাইটি অব মিশিগান”-এর বার্ষিক বনভোজন-২০২২ গত রবিবার (৩১ জুলাই) সেন্টার লাইন মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক বাংলাদেশীরা উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক খেলাধুলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আনন্দ উৎসবে পরিণত করে। এরপর সুস্বাদু বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।
দুপুরের খাবার পরে আকর্ষণীয় র্যাফেল ড্র-সহ প্রতিটি প্রতিযোগিতায় জয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
বনভোজনকে প্রাণবন্ত করতে মোঃ টিপু মিয়া (আলাদিন সুইট), জুয়েল আহমদ (যমুনা সুপার মার্কেট), মিশিগান বিএডিসি, বি ডি ফার্মেসী, আহমদ গ্রোসারী, মিয়া এন্ড মিয়া, শাহজালাল গ্রোসারী, মোঃ মবস্বীর আহমদ, বেঙ্গল অটো, লেবাস ফ্যাশন, সিরাজ উদ্দিন ও মেট্রেক্স ফার্ণিচার প্রমূখ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মবস্বীর আহমদ ও সাধারণ সম্পাদক এম এ তোয়াহা সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে “হবিগঞ্জ সোসাইটি অব মিশিগান” প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে জাকজমক ভাবে বনভোজন আয়োজন করে আসছে। বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন