মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প-এর ঈদ ফটো কন্টেষ্ট ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৩ জুলাই) ওয়ারেন সিটির হলমিচ পার্কে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কমিউনিটির সদস্যদের বিনোদন দেওয়া ও ঈদ আনন্দকে আরো দিগুন করতে মিশিগান বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় ফেসবুক গ্রুপ ঈদ ফটো কন্টেষ্টের আয়োজন করে। উক্ত কন্টষ্টের তিনটি প্রধান পুরস্কার ও দুইটি বিশেষ পুরস্কারের জন্য কম্পিউটার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় একটি আইপ্যাড, দ্বিতীয় পুরস্কার হিসেবে রাখা হয় একটি এয়ারপ্যাড ও তৃতীয় পুরস্কার হিসেবে রাখা হয় ১০০ ডলারের গিফট কার্ড। একইভাবে দুটি বিশেষ পুরস্কার হিসেবে দেয়া হয় ১০০ ডলার করে আরো দুটি গিফট কার্ড।
মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প ফেসবুক গ্রুপ-এর এডমিন মুন্নি রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রুপের এর হেড অব এডমিন দেলওয়ার আনসার, আজমল হোসেন, ফরিদ উদ্দিন শিপলু, আবুল কাসেম ফাতেহ, মুহিব হাসান ও জাহিদুল ইসলাম মারুফ।
এছাড়া কন্টেষ্ট বিজয়ীরাসহ আরো উপস্থিত ছিলেন প্রধান ও বিশেষ অতিথি নাদিম ইয়াসির, মুহাম্মাদ হুদা, রাহি হক্ব সহ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য প্রধান করেন। এরকম একটি সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠান আয়োজনের জন্য গ্রুপের এডমিনদের প্রশংসা করেন এবং গ্রুপটি কিভাবে বিভিন্নভাবে কমিউনিটির মানুষের জন্য নি:শ্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা তুলে ধরেন। তারপর, বিজয়ীদের হাতে প্রাপ্য পুরস্কার তুলে দেয়া হয়। প্রথম পুরস্কার জিতেন, তায়েফ রহমান, দ্বিতীয় পুরস্কার জিতেন এস এইচ রিদয় ও তৃতীয় পুরস্কার জিতেন জামিল রাহমান। দুটি বিশেষ পুরস্কার জিতেন নাইমুল ইসলাম ও সুবহা ইসলাম।
এডমিন প্রধান দেলওয়ার আনসার সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন কিভাবে গ্রুপটি সামাজিকভাবে, কমিউনিটির মানুষদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হেল্প করে যাচ্ছে। একটি গ্রুপটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে “একে অপরের নি:শ্বার্থ সাহায্য সহযোগিতা করা”। তাছাড়া দল মত নির্বিশেষে, কমিউনিটির সর্ব সাধারণকে একই প্লাটফর্মে নিয়ে এসে সবাইকে নিজ নিজ পজিশন থেকে কমফোর্ট ফিল দেয়াই হচ্ছে গ্রুপের মুল উদ্দেশ্য।
মন্তব্য করুন