ট্রাভেল+লেজার (ভ্রমণ + অবসর) ম্যাগাজিন মঙ্গলবার (১২ জুলাই) ২০২২ সালের যুক্তরাষ্ট্রের সেরা পর্যটন প্রিয় দ্বীপের নাম ঘোষণা করেছে।
এই বছরের বিজয়ী হয়েছে মিশিগানের ম্যাকিনাক দ্বীপ।
গত বছরের বিজয়ী ছিল সাউথ ক্যারোলিনার হিলটন হেড।
ম্যাকিনাক দ্বীপে ভ্রমণকারীরা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য সাইকেল বা ঘোড়াগাড়ি ব্যবহার করে। এখানে কোনো গাড়ি নেই।
এই দ্বীপে ঘোড়া দৌড়ানো থেকে শুরু করে স্ফটিক স্বচ্ছ জলে সাঁতার কাটার সুব্যবস্থা রয়েছে৷
এখানকার হোটেলের বারান্দায় বসে একপলকে পুরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করা যায়।
তাছাড়া নানা রঙের ফুলের সুগন্ধ বাতাসকে স্বর্গীয় করে তোলে।
ঐতিহাসিক এ স্থানটির অনন্য প্রাকৃতিক পরিবেশ ভ্রমণকারীদের বিমোহিত করে।
ইতিহাস এবং পরিবেশ রক্ষা করা অপরিহার্য এবং এটি যথাযথ ভাবে মেইনটেইন করেছে এই দ্বীপটি।
উল্লেখ্য, ৫ বর্গ মাইলেরও কম আয়তনের এই দ্বীপে ১৮৯৫ সালে অটোমোবাইল নিষিদ্ধ করা হয়। তখন থেকে এটি একচেটিয়াভাবে ঘোড়ার গাড়ি ব্যবহারের স্থানে পরিণত হয়েছিল। ক্ষুদ্র এই দ্বীপে মূল ভূখণ্ড থেকে শুধুমাত্র ফেরিতে যাতায়াত করা যায়।
এখন ৫০০ টিরও বেশি ঘোড়াকে পিক সিজনে এ দ্বীপে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়।
এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে বেড়াতে আসে।
মন্তব্য করুন