হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান-এর নতুন সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ নুর মিয়া। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় ওয়ারেন শহরের বিসমিল্লাহ রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা মিলাদ হোসেন চৌধুরী। সভায় নবীগঞ্জ উপজেলার উপদেষ্টা, প্রতিনিধি এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সভাপতি পদ নির্বাচন সম্পন্ন করেন। হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদী কমিটির সভাপতি নির্বাচিত করা হয় মোহাম্মদ নুর মিয়াকে। এছাড়া নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হন নুরুল হক। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুর মিয়াকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে একই সময় হ্যামট্টামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে উপদেষ্টা আলী আজগর-এর সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনোনীত করা হয় জিয়া উদ্দিন আহমদকে। এছাড়া শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মনোনীত করা হয় আয়াত আলীকে।
প্রসঙ্গত, মিশিগানে বসবাসকারী হবিগঞ্জের ৯টি উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান। মিশিগানের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন।
৯ নভেম্বর হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন-এর সাধারণ সভা শেষে গুরুত্বপূর্ণ ৩টি পদে লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে সভাপতির পদটি নবীগঞ্জ উপজেলার ভাগ্যে নির্ধারিত হয়। লটারিতে সেক্রেটারির পদ জিতেছিল শায়েস্তাগঞ্জ উপজেলা। লটারি বিজয়ী উপজেলাকে ২৪ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন সভাপতি লুৎফুর রহমান ও সেক্রেটারি আতাউর রহমান। এরই প্রেক্ষিতে রোববার হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনে সম্পৃক্ত নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ পৃথকভাবে বৈঠকে মিলিত হন। তারা নির্বাচিত করেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
মন্তব্য করুন